• খেলাধুলা

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিমসহ আরও ১৪ প্রার্থী

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে বড় ধরনের চমক দেখা গেল। সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে প্রথমেই আলোচনায় আসেন। এরপর একে একে আরও ১৪ জন প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

‎বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। দুপুর ২টার মধ্যে নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে। 

‎সকাল ১০টার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন তামিম ইকবাল। আগে থেকেই গুঞ্জন ছিল, তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। তামিমের সঙ্গে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুসহ আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

‎এর আগে গতকাল (মঙ্গলবার) হাইকোর্টের এক আদেশে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কার্যক্রম স্থগিত করা হয়। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

‎এই রায়ের পরই নির্বাচনকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। এর ধারাবাহিকতায় তামিমসহ একাধিক প্রার্থীর সরে দাঁড়ানো নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





  • company_logo