• আন্তর্জাতিক

‎মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মালদ্বীপে অবৈধভাবে কাজ করলে জেল ও জরিমানার পাশাপাশি সর্বোচ্চ ১০ বছরের জন্য নিজ দেশে ফেরত পাঠানো হবে কর্মীদের। মালদ্বীপে কর্মরত প্রবাসীদের জন্য এ নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এ বিষয়ে দেশটিতে কর্মরত সকল প্রবাসীদের সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন।

‎মালদ্বীপে এক লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত। কর্মী ভিসা চালু থাকায় এ সংখ্যা দিনে দিনে বাড়ছে। তবে এবার প্রবাসীদের জন্য নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে মালদ্বীপ সরকার।

‎দেশটির সরকারের বরাত দিয়ে বাংলাদেশ হাইকমিশন জানায়, যেকোনো বাংলাদেশি যদি অবৈধভাবে কাজ করেন, তবে জেল ও জরিমানার পাশাপাশি সর্বোচ্চ ১০ বছরের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ সংক্রান্ত কার্যক্রম দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনেই পরিচালিত হবে।

‎নির্দেশনায় বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলে কোনো ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোম্পানির নামে ভিসা নেয়া হলে সেই কোম্পানির অধীনেই কাজ করতে হবে। অন্য কোথাও কাজ করা বা ব্যবসা, আর্থিক লেনদেনে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধে শাস্তির পাশাপাশি ব্যক্তিকে ডিপোর্ট করা হবে। বারবার সুযোগ দেয়ার পরও প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ ফ্রি ভিসায় এসে নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়।

‎এছাড়া কোনো ভ্রমণকারী যদি নির্ধারিত ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করেন, সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানায় হাইকমিশন। ভ্রমণ ভিসায় এসে চাকরি বা ব্যবসা সংক্রান্ত যেকোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। হাইকমিশন বলছে, এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।

‎এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ সময় সংবাদকে বলেন, ভ্রমণ ভিসায় আগত কোনো ভ্রমণকারী নির্ধারিত ভিসার মেয়াদের অতিরিক্ত সময় মালদ্বীপে অবস্থান করলে তা আইনত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদণ্ডের বিধানও প্রযোজ্য।

মন্তব্য (০)





image

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি

নিউজ ডেস্ক : জাতিসংঘে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ...

image

ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড: পররাষ্ট্র...

নিউজ ডেস্ক :  এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃ...

image

‎গাজায় ইসরাইলি হামলায় ‍নিহত আরও ৬০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় ...

image

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে শাহবাজ শরিফ ও আসিম মুনিরের ...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা...

image

হাসিনাকে মোদির ‘বাংলাদেশি বোন’ বলে কটাক্ষ ওয়াইসির

নিউজ ডেস্ক : বিহার নির্বাচন ঘিরে ভারতের অভ্যন...

  • company_logo