• লিড নিউজ
  • জাতীয়

দেশের তরুণরা যুগে যুগে ইতিহাস তৈরি করেছে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য বড় পথ তৈরি করবে। তরুণদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যুগে যুগে এই দেশের তরুণরা ইতিহাস তৈরি করেছে, তাদের দমিয়ে রাখা যায় না। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎প্রধান উপদেষ্টা বলেন, ‘যখন দেশের যুবসমাজ সক্রিয় থাকে, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে।’

‎এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সীমিত সম্পদ নিয়েও তরুণরা নিরলস কাজ করছে।’ তিনি জানান, আগামী জুলাইয়ে আহত ও শহিদ পরিবারের ১২ হাজার ৮৭৭ জনকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

‎এর আগে, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ তরুণকে ‘ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করেন প্রধান উপদেষ্টা। পুরস্কার হিসেবে বিজয়ীরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পান।

‎পুরস্কারপ্রাপ্তরা হলেন—

‎যুব উন্নয়ন ও কর্মসংস্থান: সুরাইয়া ফারহানা রেশমা (বগুড়া), মো. আক্কাচ খান (মাগুরা), মো. জাকির হোসেন (নোয়াখালী)।

‎শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি: মো. খালেদ সাইফুল্লাহ (ঝালকাঠি), মো. শাহাদৎ হোসেন (গাইবান্ধা)।

‎দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা: মো. দ্বীপ মাহবুব (পাবনা), হাসান শেখ (রাজশাহী)।

‎সমাজকল্যাণ/জ্যেষ্ঠদের সেবা: মো. জামাল হোসেন (লালমনিরহাট), নুরুল আবছার (কক্সবাজার), মো. মুহিন (মোহনা) (রাজশাহী)।

‎ক্রীড়া, কলা ও সংস্কৃতি: আফঈদা খন্দকার (সাতক্ষীরা), উছাই মং মার্মা ওরফে ধুংরী হেডমন (বান্দরবান)।

‎উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬’ অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার প্রদান করে আসছে।

মন্তব্য (০)





image

৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০

নিউজ ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল...

image

‘শেখ হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন’

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীপক্ষকে ফ্যাসিবাদ...

image

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কাছাকাছি: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয়...

image

‎দেশে সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে: উপদ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ দেশের কিছু জায়গায় চলতি মাসেই সাশ্রয়ী মূ...

image

‎১৮ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১২তম এশিয়া...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্...

  • company_logo