ছবিঃ সিএনআই
খুলনা প্রতিনিধিঃ খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান দায়িত্ব গ্রহণের পর বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে তাঁর সম্মেলনকক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ভালো না হলে বাস্তবায়ন সুন্দর হয় না। তাই জলাবদ্ধতাসহ খুলনার যেকোনো সমস্যার মূল কারণ খুঁজে বের করে মূল থেকে সমাধান করতে হবে।
তিনি জানান, ভূমি অফিসে জমির খাজনা প্রদান, নামজারি বা মিউটেশনের ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হয়ে অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে সমাধান করা হবে। একইসঙ্গে যেকোনো পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নে জনস্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
সরকারি প্রতিষ্ঠানের দখল হওয়া জমি উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উদ্যোগ নিলে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ে থাকা যেকোনো তথ্য গণমাধ্যমে সরবরাহ আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, খুলনায় জেলা প্রশাসক হিসেবে আপনাদের অভিভাবক হয়ে নয়, বরং সহযোগী হয়ে থাকতে চাই।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্ম...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের নীরব এল...
নিউজ ডেস্ক : শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু সারা জাতিকে উদ্বেলিত করেছে বলে...
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির ১২ তা...
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্...

মন্তব্য (০)