• সমগ্র বাংলা

ব্যানার-ফেস্টুনে সেজেছে জামালপুর, জেলা বিএনপির সম্মেলন কাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে শনিবার (২৩) আগস্ট। শহরের বেলটিয়া এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ‘৯ বছর পরে জামালপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এ ছাড়া সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম, রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। সম্মেলনে সভাপতিত্বে করবেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

দলীয় সূত্রে আরো জানা গেছে, ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সেই সময়ে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

এদিকে বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নতুন নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলার ৭টি উপজেলা ৮ পৌর বিএনপির সম্মেলন সম্পন্ন করা হয়েছে। ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি শেষ করেছে।’

জামালপুর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর রাজপথে ছিলাম। দলের অনেক ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন করা হচ্ছে।

মেয়াদ উর্ত্তীণ কমিটি দিয়ে এই সম্মেলন আমরা মানি না। সম্মেলন বন্ধের দাবি জানিয়ে আমরা মিছিল, হরতাল করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছি।’

মন্তব্য (০)





  • company_logo