
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১৩টি দুস্থ পরিবারের মাঝে সরকারি উপকরণ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই উপকরণ বিতরনের আয়োজন করে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই উপকরণগুলো সুবিধাভোগীদের মাঝে তুলে দেন।
এসময় উপজেলা প্রকৌশলী মো: ইসমাইল হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা যুব কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এমন মানবিক সহযোগিতা প্রদান করায় সুবিধাভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান বিভিন্ন দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সেই সব ক্ষতিগ্রস্থ মানুষরা সহযোগিতার জন্য আবেদন করেন। সেই আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর উপজেলার ১৩টি দুস্থ পরিবারের মাঝে ঘর সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সরকারের পক্ষ থেকে এই ধরণের সহযোগিতা প্রদান করা হয়।
লালমনিরহাট প্রতিনিধি : লালমন...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবা...
ফরিদপুর প্রতিনিধি : কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদ...
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার য...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় মোঃ হাসানুর হক...
মন্তব্য (১)
মাহবুবা নাসরিন
এইটি একটি ভালো উদ্দ্যেগ |