• রাজনীতি

নওগাঁয় বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলন: সভাপতি নান্নু, সম্পাদক রিপন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে জেলা বিএনপির নতুন সভাপতি হিসেবে আবু বক্কর সিদ্দিক নান্নু আর সাধারণ সম্পাদক হিসেবে মামুনুর রহমান রিপন বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলো বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক (সনি), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ধলু), জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (নান্নু), জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ হাছান তুহিন, নওগাঁ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস শুকুর, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এসএম মামুনুর রহমান ও জেলা বিএনপির সাবেক সদস্য এ.বি.এম আমিনুর রহমান।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলো জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বায়েজিদ হোসেন (পলাশ), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান (রিপন) ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু)।
 
এছাড়া সাংগঠনিক সম্পাদকের তিনটি পদের জন্য আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলো শফিউল আজম (ভিপি) রানা, নূর-ই আলম মিঠু, ফরিদুজ্জামান, খায়রুল আলম, শবনম মোস্তারী কলি, সুলতান মামুনুর রশিদ, কামরুজ্জামান কামাল ও জহুরুল হক।

সম্মেলনে বিকেল সাড়ে ৫ টা থেকে ব্যালট পেপারে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলে রাত সাড় ৮ টা পর্যন্ত। জেলার ১৪টি ইউনিটের ১হাজার ৪১৪ ভোটার গোপন ব্যালটের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্বদানকারী নেতাদের নির্বাচিত করেন। সম্মেলনে ৬৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক নান্নু আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলহাজ¦ মো: নজমুল হক সনি ৪০০ ভোট পেয়েছেন। আর ৬৯২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মামুনুর রহমান রিপন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বায়েজিদ হোসেন পলাশ পেয়েছেন ৬৭১ ভোট।

এছাড়া ৮৪১ ভোট পেয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর-ই আলম মিঠু, ৬৩০ ভোট পেয়ে ২নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শফিউল আযম ভিপি রানা ও ৫৭৩ ভোট পেয়ে ৩নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন খায়রুল আলম গোল্ডেন। ইতিমধ্যে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে প্রচার-প্রচারণার ধূম।

দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সোমবার (১১ আগস্ট) জেলা বিএনপির আয়োজনে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে নতুন ভাবে দল পরিচালনার পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। দীর্ঘ ১৫ বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছিল নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। এই সম্মেলন ঘিরে ১৭ বছর হামলা, মামলা, নির্যাতন ও কারাবরনে জর্জরিত নেতাকর্মীরা ফিরে পায় প্রাণচাঞ্চল্য।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দ্বি-বার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রেজাউল করিম বাদশাসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মো: নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুস শুকুর, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম মামুনুর রহমান ও জেলা বিএনপির সাবেক সদস্য এ বি এম আমিনুর রহমান।

উল্লেখ, সর্বশেষ গত ২০১০সালে সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২২ সালে আবু বক্কর সিদ্দিক নান্নুকে আহ্বায়ক ও বায়েজিদ হোসেন পলাশকে সদস্য সচিব করে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছিল।

মন্তব্য (০)





image

৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা গণতন্ত্র মঞ্চের

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনে প্রার...

image

আরেকটি এক-এগারোর ক্ষেত্র তৈরি করবেন না: তাহের

নিউজ ডেস্ক : আবারও দেশের জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে বলে মন্তব্য ...

image

‘দিলীপ বড়ুয়া কোথায় জানি না, আমি দলের সভাপতি’

নিউজ ডেস্ক : কমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) ...

image

জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা সম্ভব না: ভিপি ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সা...

image

ইসির স্বীকৃতি চেয়ে আনিসুল-হাওলাদারের নেতৃত্বাধীন জাপার চিঠি

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) স্বীকৃতি চেয়ে চিঠি দিয়েছে আনিসুল ইসল...

  • company_logo