• শিক্ষা

রাবিতে ‘স্বৈরাচারের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে কিছু শিক্ষকের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

‎সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসূচি শুরু করে সংগঠনটি। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

‎ছাত্রদল নেতারা বলছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রলীগ-পুলিশের হামলায়’ সমর্থন দিয়েছিলেন, তাদের বিচারের আওতায় আনতেই তাদের এ কর্মসূচি।

‎কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব আওয়ামী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশের সন্ত্রাসী হামলায় সমর্থন দিয়েছেন, তাদের বিচারের দাবিতে আমাদের আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি।

‎আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্বাক্ষর সংগ্রহের এ কর্মসূচি চলবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আগামীতে আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।

‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, কিছু দুর্নীতিবাজ শিক্ষক ফ্যাসিস্টের দোসর হিসেবে সাহায্য করেছিল। তাদের বিচারের জন্য আমরা স্মারকলিপি ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছি। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ফ্যাসিস্ট শিক্ষকদের অর্থায়নে বা স্বজনপ্রীতির কারণে জুলাই-আগস্টের চেতনা বিক্রি করে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের শুধু প্রতারণা উপহার দিচ্ছে।

‎তিনি আরও বলেন, আজকের এ কর্মসূচি থেকে পাওয়া শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

‎এর আগে, গত ৭ আগস্ট ছাত্রদল ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষকের ছবিসহ তালিকা প্রকাশ করে এবং তাদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করে। সেদিনের কর্মসূচি থেকে আজকের গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় স্নাতকোত্তর ভিসা চা...

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ...

image

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে...

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি...

image

জাকসু নির্বাচন: হলভিত্তিক ভোট কেন্দ্রে নিরাপত্তার শঙ্কা

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাক...

image

ডাকসু নির্বাচন: আজ থেকে শুরু হচ্ছে মনোনয়ন সংগ্রহ

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু...

image

একাদশে ভর্তিতে বাড়ল প্রথম ধাপে আবেদনের সময়

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ভর্তিতে অনলাইন...

  • company_logo