
প্রতীকী ছবি
তথ্য প্রযুক্তি ডেস্ক : নিজের অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে গেলে অন্যরা আদৌ দেখতে পায় কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। লগআউট ( ফেসবুক) অপশন খুবই জরুরি। অনেক সময় দরকারি কোনো কাজ থাকলে তাতে মনোযোগ দিতে ফেসবুক লগআউট করাই শ্রেয়।
লগআউট কেন জরুরি
টানা ফেসবুক ব্যবহারের ফলে শারীরিক ও মানসিক ক্ষতির শঙ্কার কথা বলেছেন মানসিক চিকিৎসকরা। কারও চোখের দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে। বাড়তে পারে ভার্চুয়াল উৎকণ্ঠা-উদ্বেগ। প্রয়োজনীয় কাজ, যেমন– পরিপূর্ণ বিশ্রাম, পড়াশোনা, শরীরচর্চার ক্ষেত্রে মনোযোগ বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রবল।
কী দেখে অন্যরা
লগআউট হলেও অন্যরা আরেকজনের প্রোফাইল দেখতে পাবেন। লগইন থাকলেও যেমন সার্চ বা নিউজ ফিডে আসেন, ঠিক তেমনি লগআউট হয়ে থাকলেও প্রক্রিয়াটি সচল থাকে। সুতরাং লগআউট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট ‘হাইড’ হয়ে যাওয়ার দুশ্চিন্তা করার কিছু নেই।
অন্য কোনো দরকারি কাজে মনোযোগ দেওয়ার জন্য মিডিয়াটি থেকে লগআউট থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।লগআউট হলে কি মেসেঞ্জারেও লগআউট হয় না। ফেসবুক থেকে লগআউট হলে মেসেঞ্জার থেকে লগআউট হয় না। যদি ফেসবুক থেকে লগআউট হয়ে যান, তাহলে মেসেঞ্জার সচল থাকে। দুটি অ্যাপের ডেভেলপার মেটা হলেও পুরোপুরি স্বাধীনভাবে কাজ করে ফেসবুক আর মেসেঞ্জার। সুতরাং ফেসবুক থেকে লগআউট হলেও মেসেঞ্জার থাকবে অ্যাকটিভ।
নিউজ ডেস্ক : এবার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে মার্ক...
তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপের গ্রুপ কলকে আরও সহজ ও পরিকল্পিত করতে...
তথ্য প্রযুক্তি ডেস্ক : অনেকেরই না বুঝে অল্প পরিচিত অ্যাপ গুগল প্লে স্টো...
নিউজ ডেস্কঃ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের অভি...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ভারতীয় একাধিক হ্যাকার গ্রুপ জাতীয় রাজস্ব বোর্ড (এ...
মন্তব্য (০)