• রাজনীতি

কালীগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে জিয়া পরিষদের নতুন দুটি কমিটি গঠন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে জিয়া পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরে এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বেলায়েত হোসেনকে সভাপতি এবং ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট জিয়া পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, আরিফুল ইসলাম আলভিকে সভাপতি ও ইমন মিয়াকে সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ পৌরসভা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

পৌর জিয়া পরিষদের এ আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo