• বিনোদন

এবার ঘরে ঘরে ‘উৎসব’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘তাণ্ডব’ এবং ‘ইনসাফ’ নিয়ে দর্শক উন্মাদনা বেশি হবে বলে ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। তবে এক্ষেত্রে বড় চমক দেখিয়েছে পারিবারিক ঘরানার তারকাবহুল সিনেমা ‘উৎসব’। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’- এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পাওয়া সিনেমাটি সব বয়সীদের মধ্যেই গ্রহণযোগ্যতা পেয়েছে।

এবার পরিবার নিয়ে ঘরে বসেই ‘উৎসব’ দেখা যাবে। চরকি তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে এই সুখবর। ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে সিনেমাটি ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা।

উৎসব সিনেমার নির্মাতা তানিম নূর বলেন, ‘পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোট বেলায়। ‘উৎসব’ সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কিনা সেটা দর্শকরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা।’

সিনেমাটি চরকিতে মুক্তি প্রসঙ্গে তানিম নূর বলেন, ‘ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। এই মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সিনেমা দেখেন। বাংলা ভাষাভাষীদের কাছে চরকি কনটেন্ট দেখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে ‘উৎসব’ মুক্তি পাওয়াটা আনন্দের। দেশে যেসব অঞ্চলে সিনেমা হল নেই এবং বিদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন। আমি প্রত্যাশা করি ছোট বেলায় যেভাবে পরিবারের সঙ্গে ঘরে বসে নাটক–সিনেমা দেখতাম, সেভাবেই নিজ নিজ ঘরে বসে দর্শকরা ‘উৎসব” সিনেমাটি দেখবেন চরকিতে।’

‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

 

 

 

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।

 

মন্তব্য (০)





image

হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না

বিনোদন ডেস্ক : জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট রাজধানীর মানিক মি...

image

বলিউড বাদশার আরেক মুকুট

বিনোদন ডেস্ক : ‘শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চি...

image

বলিউডের চাপে কোণঠাসা টালিউড, মমতার দ্বারস্থ প্রসেনজিতরা

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার দাপটে কোণঠাসা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি। বি...

image

‘শ্রাবন্তীর মতো লোক বিধানসভায় দরকার’

বিনোদন ডেস্ক : গত ২১ জুলাইয়ের শহীদ মঞ্চে উপস্থিত থেকেই জল্পনার শুরু। টাল...

image

ঋতুপর্ণায় মুগ্ধ মদন মিত্র

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাহসী, সংবেদ...

  • company_logo