• বিনোদন

ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে সুখবর দিলেন শাবনূর!

  • বিনোদন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে সুদূর অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসলেও অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন তিনি। 

শুক্রবার সকালে শাবনূরের সবশেষ খোঁজ পাওয়া যায় ফেসবুক পাতায়। তবে এখানেই বিপত্তি! একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূরের নামে ফেসবুক পেজ ভেরিফায়েড করিয়েছে। 

শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন শাবনূরকে সেই ফেসবুক পেজ সম্পর্কে অবহিত করলে ঢালিউড তারকা নিশ্চিত করেন ফেরিফায়েড শাবনূর আসল নয়। 

ফেসবুক লাইভে শাবনূর বলেন, ‘আমার একটাই ফেসবুক আইডি। বাকিগুলো ভুয়া। আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার মনে কোনো কুটিলতা বা জটিলতা নেই। এটা আমার অভ্যাস। সেই জায়গা থেকে আমি আমার পেজ ভেরিফায়েড করিনি। কিন্তু আমি জানি না কে বা কারা আমার পেছনে গেলেছে। কেনোই বা তারা শত্রুতা করছে সেটাও আমি জানি না।’
এবার ভক্তদের সুখবর দিলেন শাবনূর।  শনিবার রাতে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফায়েড হয়ে গেছে। সবার অনুরোধে এটা ভেরিফায়েড করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারো অসুবিধা হবে না।’

এর আগে শাবনূর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন, কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি।’

নকল শাবনূর সেজে যে পেজটি ভেরিফায়েড করা হয়েছে। এতে ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি বলে জানিয়েছেন শাবনূর। এ নায়িকা আরও জানান, তার আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয়, তা পর মুহূর্তে সেই পেজে পোস্ট করা হয়। খুবই কৌশলে পেজটি চালানো হয়। এরপর ভেরিফায়েডও করা হয়েছে। 

শাবনূরের অ্যাডমিন জানিয়েছে, পেজটি থেকে শাবনূরের আইডি ও পেজ ব্লক করা, যাতে তারা তার কোনো অ্যাকটিভিটি খেয়াল করতে না পারে। এখন শাবনূরের সবচেয়ে বেশি চিন্তার কারণ হচ্ছে, পেজটি যেহেতু ভেরিফায়েড, ফলে সবাই মনে করবে এটি তারই।

ভেরিফায়েড পেজটি থেকে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার দায় বর্তাবে শাবনূরের ওপর-এমনটা উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘এরপর আমার হয়ে যেকোনো ধরনের অন্যায়, অপরাধ করতে পারে, যার কোনো কিছুই হয়তো আমি জানি না, দায়টাও আমার নয়। আমি ফেসবুক কৃর্তপক্ষকেও বিষয়টি অবহিত করছি।’

মন্তব্য (০)





image

হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না

বিনোদন ডেস্ক : জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট রাজধানীর মানিক মি...

image

বলিউড বাদশার আরেক মুকুট

বিনোদন ডেস্ক : ‘শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চি...

image

বলিউডের চাপে কোণঠাসা টালিউড, মমতার দ্বারস্থ প্রসেনজিতরা

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার দাপটে কোণঠাসা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি। বি...

image

‘শ্রাবন্তীর মতো লোক বিধানসভায় দরকার’

বিনোদন ডেস্ক : গত ২১ জুলাইয়ের শহীদ মঞ্চে উপস্থিত থেকেই জল্পনার শুরু। টাল...

image

ঋতুপর্ণায় মুগ্ধ মদন মিত্র

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাহসী, সংবেদ...

  • company_logo