• বিনোদন

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার মৃত্যুর রহস্যে এবার নতুন মোড়

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুতে তৈরি হচ্ছে একের পর চাঞ্চল্য। গত ৯ জুলাই করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার পচনধরা মরদেহ। 

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে ৬ মাস আগেই; এর আগে সকলের সঙ্গে কমিয়ে দেন যোগাযোগও। এই রহস্যজনক মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর বাবা-মা। তাদের অভিযোগ, মেয়েকে কেউ হত্যা করেছেন!

আরব নিউজ থেকে জানা যায়, লাহোরে জন্ম নেয়া হুমায়রা আলি প্রায় সাত বছর ধরে করাচিতে একা বসবাস করছিলেন এবং অভিনয়জীবন নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়িভাড়া বকেয়া থাকায় আদালত নিযুক্ত একজন বেইলিফ তার ফ্ল্যাটে প্রবেশ করলে মরদেহটি উদ্ধার করা হয়।

করাচির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মাহরোজ আলি জানান, করাচি বিশ্ববিদ্যালয়ের এইচইজে রিসার্চ ইনস্টিটিউট অব কেমিস্ট্রির ইন্ডাস্ট্রিয়াল অ্যানালিটিক্যাল সেন্টারে করা কেমিক্যাল রিপোর্টে দেখা গেছে, তার শরীরে কোনো ঘুমের ওষুধ, সাইকোটিক, মাদক বা বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। তার চুল, ফুসফুস এবং লিভারের নমুনা পরীক্ষা করে এই ফরেনসিক বিশ্লেষণ চালানো হয়। এতে বিষক্রিয়ার কোনো প্রমাণ মেলেনি।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ৭ ও ৮ অক্টোবরের মাঝামাঝি সময়ে হুমায়রার মৃত্যু হয়। দীর্ঘ সময় পর মরদেহ উদ্ধার হওয়ায় তদন্ত জটিল হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা চারটি সম্ভাবনা নিয়ে তদন্ত করছি এগুলো হলো, প্রাকৃতিক মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু, আত্মহত্যা অথবা খুন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাকৃতিক বা দুর্ঘটনাজনিত মৃত্যুর দিকেই ইঙ্গিত করছে ঘটনাটি।

ঘরের যে কক্ষে মরদেহ পাওয়া যায়, সেটি একটি পেইন্টিং স্টুডিও ছিল এবং পাশের বাথরুমে যাতায়াতের পথ হিসেবেও ব্যবহৃত হতো। সেখানে কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত একটি টবও পাওয়া গেছে। রেজা বলেন, ধারণা করা হচ্ছে, হুমায়রা কাপড় ধোয়ার সময় হয়তো পিছলে পড়ে গিয়েছিলেন। তবে আশপাশে কোনো রক্তের দাগ ছিল না, শরীরে কোনো হাড় ভাঙার চিহ্নও পাওয়া যায়নি এবং শারীরিক নির্যাতনের কোনো আলামতও মেলেনি।

তবে এসব তথ্যে খুনের প্রমাণ না মিললেও পুলিশ এখনই কোনো সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। 

অন্যদিকে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোবাইল ফোন, ট্যাবলেটসহ ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না

বিনোদন ডেস্ক : জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট রাজধানীর মানিক মি...

image

বলিউড বাদশার আরেক মুকুট

বিনোদন ডেস্ক : ‘শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চি...

image

বলিউডের চাপে কোণঠাসা টালিউড, মমতার দ্বারস্থ প্রসেনজিতরা

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার দাপটে কোণঠাসা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি। বি...

image

‘শ্রাবন্তীর মতো লোক বিধানসভায় দরকার’

বিনোদন ডেস্ক : গত ২১ জুলাইয়ের শহীদ মঞ্চে উপস্থিত থেকেই জল্পনার শুরু। টাল...

image

ঋতুপর্ণায় মুগ্ধ মদন মিত্র

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাহসী, সংবেদ...

  • company_logo