• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার একদিন পর, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার (৪ জুলাই) বলেছেন, ‘ইরান এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং এর নিরাপত্তা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরাকচি এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে তিনি লিখেছেন, “আইএইএ’র সঙ্গে আমাদের সহযোগিতা এখন থেকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে পরিচালিত হবে, যা নিরাপত্তাজনিত কারণে প্রয়োজন।”

বুধবার প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এমন একটি আইন কার্যকর করেন, যা পার্লামেন্ট এক সপ্তাহ আগে পাস করেছিল এবং যা আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানকে আইএইএ’র সঙ্গে সহযোগিতা পুনরায় চালু করার আহ্বান জানালে, তার জবাবে আরাকচি এ মন্তব্য করেন। তিনি জার্মানিকে অভিযুক্ত করে বলেন, তারা “ইসরায়েলের বেআইনি হামলার, এমনকি পারমাণবিক সুরক্ষিত স্থাপনাগুলোর ওপর হামলার” প্রকাশ্য সমর্থন দিয়েছে।

ইরান দাবি করছে, আইএইএ পশ্চিমা দেশগুলোর পক্ষ নিচ্ছে এবং ইসরায়েলের ১৩-২৪ জুনে চালানো বিমান হামলার পেছনে এক ধরনের যৌক্তিকতা তৈরি করছে। ওই হামলাগুলি শুরু হয়েছিল ঠিক একদিন পর, যেদিন জাতিসংঘের পারমাণবিক সংস্থার বোর্ড অব গভর্নরস তেহরানকে এনপিটি-র বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে, ইরান তার ঘোষিত শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বারবার বলেছে, তারা শুধু শান্তিপূর্ণ উদ্দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

আইএইএ পরিদর্শকরা নিশ্চিত করে থাকেন যে, এনপিটিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর পারমাণবিক কার্যক্রম সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না।

বুধবার থেকে কার্যকর হওয়া নতুন আইন অনুযায়ী, এখন থেকে আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে চায়, তাহলে তা তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে হবে।

আইএইএ এক বিবৃতিতে বলেছে, “আমরা এসব প্রতিবেদন সম্পর্কে অবগত আছি। ইরানের কাছ থেকে আমরা আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছি।”

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বুধবার নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “ইরানকে দেরি না করে আইএইএ’র সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে।”

মন্তব্য (০)





image

২০২৫ সালের প্রথম তিন মাসে কানাডা ছেড়েছেন রেকর্ডসংখ্যক মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের উন্নত দেশগুলোর একটি কানাডা। উন্নত জীবনের আশায়...

image

এবার ট্রাম্পকে টেক্কা দিতে নতুন রাজনৈতিক দল আনছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য ...

image

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ, অতঃপর যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের পালমা দো মাললোরকা বিমানবন্দরে রায়ানএয়ারের একট...

image

যুদ্ধবিরতির পর প্রথমবার জনসম্মুখে খামেনি

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরান-ইসরায়েল ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো...

image

এবার রাশিয়া-আজারবাইজানকে অপূরণীয় ক্ষতির বার্তা এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ও আজারবাইজানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্...

  • company_logo