
ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গ্রামীণ অর্থনীতিতে যারা কৃষি কাজ করে, তাদের কাছে অতি প্রিয় একটি চাষ তিল। গৃহস্থ সংসার মানেই তিল চাষ থাকবেই। তিল যেমন খাওয়ার কাজে ব্যবহৃত হতো তেমনি তেল তৈরীতেও তিলকে অনেকটাই গুরুত্ব দিতো। এটা বর্তমান আধুনিকের অতীত কথা।
ঠাকুরগাঁওয়ে আগের মত এখন আর তেমন তিল চাষ চোখে পড়েনা।
গ্রামাঞ্চলে তিলের চাষ নেই বললেই চলে। সখের বসে সংসারের প্রয়োজনে অনেকে মরিচ বা বেগুনের জমির পাশে সামান্য তিলের চাষ করে থাকে। অনেকে আবার কোন কারনে জমি পতিত রাখার চেয়ে তিল চাষ কনে থাকে।
একসময় তিলের ছিলো নানামুখী ব্যবহার। সরিষা ফুলের মতই বিভিন্ন প্রজাতির প্রজাপতি ও ভ্রমর তিলের ফুল থেকে মধু আহরণ করতে বেশি পছন্দ করে।
খাবার তেল হিসাবে সরিষার তেলের তুলনায় তিলের তেল বেশি স্বাস্থ্যকর। তাছাড়া তিল থেকে তৈরি নাড়ু, খাজা ও নানান মুখরোচক খাবারও যথেষ্ট জনপ্রিয়। পাশাপাশি প্রসাধনী শিল্পে তিলের স্বচ্ছ তেলের ব্যবহার যুগযুগ ধরে। সব মিলিয়ে তিলের কদর অতি প্রাচীন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্বল্পমেয়াদি সেচসাশ...
নিউজ ডেস্কঃ অনিশ্চয়তায় ভরপুর প্রতিটি নির্ঘুম রাত পেরিয়ে আসে ...
মো. সোহেল রানা খান...
আব্দুর রউফ রিপন, নওগাঁ
নিউজ ডেস্ক : বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সে...
মন্তব্য (০)