• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয় এখন ধ্বংসস্তূপ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেভায় অবস্থিত বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১৯ জুন সোরোকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ক্যাম্পাসে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ছয়টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আরও ৯টি ক্ষতিগ্রস্ত হয়ে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

বিশ্ববিদ্যালয় জানায়, ধ্বংস হয়ে যাওয়া গবেষণাগারগুলোতে চিকিৎসাবিজ্ঞান ও জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণা চলছিল। বছরের পর বছর ধরে চলা গবেষণা এক আঘাতে শেষ হয়ে গেছে বলেই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষ, শিক্ষা ল্যাবরেটরি এবং ডিসেকশন রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল মার্কাস ফ্যামিলি ক্যাম্পাসের ৩০টি ভবনেও ক্ষতির চিহ্ন রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব নির্ধারণে ব্যস্ত। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছে, ক্ষতির পরিমাণ কয়েক কোটি থেকে শত কোটি শেকেল পর্যন্ত পৌঁছাতে পারে।

এই হামলায় বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক-কর্মকর্তা ও ৪৮ জন শিক্ষার্থীর বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫ জন শিক্ষক-কর্মী ও ৪১ জন শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া শহরের আরও চারটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

জাতিসংঘের পরমাণু চুক্তি ছুড়ে ফেলল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক আন্তর্জাতিক পারমাণবি...

image

যে কারনে বোমা মেরে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস অসম্ভব

আন্তর্জাতিক ডেস্কঃ  বোমা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস ...

image

বিধ্বস্ত অঞ্চল থেকে ইসরায়েলে একের পর এক রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্য দখলদার রাষ্ট্র ইসরায়েলে একের পর এক রকেট ...

image

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্কঃ  পারস্য উপসাগরে নিজেদের নৌযানে সামুদ্রিক মাইন উঠ...

image

ইসরায়েলের হামলায় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ক্ষতির পরিমাণ জান...

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ...

  • company_logo