
ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ ৫মে সোমবার বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ,এইচ,এম তৌহিদুল্লাহ, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, এফ,এম এগ্রো ফুড লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান চৌধুুরী, বিএনপি’র পৌর কমিটির সভাপতি হুমায়ুন কবীর, মোস্তফা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মোস্তফা হোসেন, মিলার রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ফিজুলসহ অন্যান্যরা।
চলতি সংগ্রহ মোওসুমে বিরামপুরে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১২০ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৪৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে।
গেল আমন মৌসুমে বিরামপুরের খাদ্য গুদামের নির্ধারিত পরিমাণে শতভাগ ধান ও চাল সংগৃহিত হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্বল্পমেয়াদি সেচসাশ...
নিউজ ডেস্কঃ অনিশ্চয়তায় ভরপুর প্রতিটি নির্ঘুম রাত পেরিয়ে আসে ...
মো. সোহেল রানা খান...
আব্দুর রউফ রিপন, নওগাঁ
নিউজ ডেস্ক : বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সে...
মন্তব্য (০)