• বিশেষ প্রতিবেদন

বাঁধের ভেতর বাঁধ নিমার্ণে অস্তিত্ব সংকটে সোনাভরি নদী, বিপাকে কৃষকেরা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সোনাভরি নদীতে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এ বাঁধের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নদীর উজানে থাকে জলাবদ্ধতা। এ কারণে তিন ফসলি জমি এক ফসলে পরিণত হয়েছে। অস্তিত্ব সংকটে পড়েছে সোনাভরি নদী। ঘটনাটি রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা এলাকার।

সরেজমিন দেখা গেছে, অনেক বছর আগে চরশৌলমারী ইউনিয়নে ১২ কিলোমিটার এলাকাজুড়ে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়। পানি নিষ্কাশনের জন্য বাঁধের ভাটিতে কাজাইকাটা এলাকার সোনাভরি নদীতে একটি স্লুইসগেট নির্মাণ করা হয়। স্লুইসগেটের সামনে দেড় থেকে দুই বছর আগে ৭০০ মিটার দৈর্ঘ্যের আরেকটি বাঁধ নির্মাণ করে উপজেলা এলজিইডির ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্পের আওতায়। এ বাঁধের কারণে উজানে হয়ে থাকে জলাবদ্ধতা। তলিয়ে থাকে আবাদি জমি। এ ছাড়া বাঁধের উজানে ঘের দিয়ে মাছ চাষ করছেন কয়েকজন প্রভাবশালী। দ্রুত বাঁধটি অপসারণ করে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কোনো প্রকার জরিপ ছাড়াই সোনাভরি নদীতে স্লুইসগেটের সামনে বাঁধ নির্মাণ করা হয়েছে। ওই সময় বাঁধ নির্মাণের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপিও দিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে বাঁধ নির্মাণ করে উপজেলা এলজিইডির ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্পের আওতায়। এতে এই অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়ে তিন ফসলি জমি এক ফসলি জমিতে পরিণত হয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য, এই বাঁধ দ্রুত অপসারণ না করা হলে শত শত একর ফসলি জমি স্থায়ীভাবে জলাবদ্ধতার কবলে পড়বে। বাঁধের ভেতরে চর ইটালুকান্দা, ইটালুকান্দা, ভেড়ামারা, ডিগ্রীর চর ও শান্তির চরের অংশবিশেষ ছয় মাস পানিতে নিমজ্জিত হয়ে থাকে। এ কারণে এই অঞ্চলের মানুষ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়। বাঁধ থাকার কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে রোপা আমন চাষ ব্যাহত হয়।

নদী সংগঠক মহিউদ্দিন মহির বলেন, নদীর যে কোনো কাজ করতে চাইলে নদীর পারের কমিউনিটির মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজাইকাটা এলাকার বাঁধের ব্যাপারে স্থানীয় জনগণের মতামত যদি নেওয়া হতো, তাহলে এত বড় দুর্গতি হতো না। কোনো জরিপ ছাড়াই এলজিইডির ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্পের আওতায় এমন কাজ দায়িত্বহীনতারই বহিঃপ্রকাশ।

শিক্ষক আমজাদ হোসেন জানান, সোনাভরি নদীর অস্তিত্ব ও ফসলি জমি রক্ষায় জলাবদ্ধতা রোধে বাঁধ অপসারণ করা জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তাঁর অভিযোগ, এ সমস্যার সৃষ্টিই হয়েছে এলজিইডির ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্প বাস্তবায়িত বাঁধ নির্মাণের কারণে। এ বাঁধ দিয়ে খাল-বিল ও নদীর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পানিসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে কোনো প্রকার জরিপ না করে কোনো এক গোষ্ঠীর ভ্রান্ত চিন্তাভাবনা দ্বারা পরিচালিত হয়েছে এলজিইডি। ভ্রান্ত চিন্তা থেকে বেরিয়ে আসতে না পারলে এই জলাবদ্ধতার নিরসন করা সম্ভব হবে না। তিনি বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষিজমি, বসতবাড়ি ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যার একটি টেকসই সমাধান দরকার। নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মজনু মিয়ার ভাষ্য, এই বাঁধের কারণে তিন ফসলি জমি এক ফসলি জমিতে পরিণত হয়েছে। এই এলাকার মানুষের জীবিকার জায়গা ক্ষীণ হয়ে এসেছে। বারবার নদীভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে এই অঞ্চলের অনেক পরিবার। তাদের যতটুকু আবাদি জমি ছিল, সেটিও বাঁধ দিয়ে জলাবদ্ধতা তৈরি করা হয়েছে। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

নদীতে বাঁধ দেওয়ার বিষয়ে রৌমারী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনছুরুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

২৩ বছরেও কাজে আসেনি চাটমোহরের নিমাইচড়ার সেতুটি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে করতোয়া ...

image

সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় ১০ একর জমির ধান নষ্ট, কৃষক চরম ক্...

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে কৃষি ...

image

বিরামপুরে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুম...

image

সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ৩০টি স্কুলে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্ম...

image

কালীগঞ্জে পরিচ্ছন্নতা সচেতনতায় পৌর প্রশাসকের ব্যতিক্রমী উ...

গাজীপুর প্রতিনিধিঃ পৌর কর আদায়ে জনসচেতনতা ও ন...

  • company_logo