
ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে ২০ রাউন্ড গুলিসহ স্বামী-স্ত্রী দুজনকেই আটক করেছে পুলিশ। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে ১১ এপ্রিল দিবাগত মধ্যে রাত সাড়ে ১২ টার সময় একটি সিএনজি তল্লাশি কালে এই গুলি উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের মৃত হোছন আলী'র ছেলে
মোঃ সেলিম(৩৭) ও হায়দার আলীর মেয়ে রাজিয়া আক্তার পুতুনি(৩০)। তারা স্বামী- স্ত্রী। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তার নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ সুপার, মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার মোবাইল টিম্- ৭৭ নাইট ডিউটি করাকালীন এএসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ সিএনজি (রেজিঃ নং-কক্সবাজার থ ১১-৭৫৭৬) থামিলে তল্লাশী করা হয়। তখন উক্ত সিএনজি যাত্রীদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদের এক পযায়ে
তাদের দুই জনের নিকট গুলি আছে বলে স্বীকার করে। পরে নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে মোট ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়। আরো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীদ্বয় উদ্ধারকৃত আলামত(২০) রাউন্ড গুলি পলাতক আসামী রবি আলম"র নিকট হতে সংগ্রহ করে অন্যত্রে পৌঁছাইয়া দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলেও স্বাকীর করে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার মামলা (নং-৩৮, তারিখ-১২/০৪/২০২৫ইং) রুজু করা হয় বলেও জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়ি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ পলিব্যাগে চাল বিক্রির অপরাধে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ চলমান বোরো মৌসুমে তিস্তা নদীতে পানি না থাকায় ট্রাক্টর চল...
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইতে হাঁস নিয়ে কথা কাটাকাটির...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জন...
মন্তব্য (০)