• সমগ্র বাংলা

গাইবান্ধায় ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ আজ দুপুর সাড়ে ১২ টার দিকে সাত উপজেলার ভাটা মালিক সমিতি ও তাদের কর্মচারীরা মিলে প্রায় কয়েক হাজার জনতা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অবস্থান পালন করে তাদের নানা দাবি উত্থাপন করেন।  পরে ভাটা মালিক সমিতি নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় বক্তারা বলেন, সারাদেশে ইট ভাটা মালিকরা প্রশাসনসহ বিভিন্ন মহলের হয়রানীর শিকার।এই খাত থেকে হাজার হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আয় হয়ে থাকে। অথচ নানা অজুহাতে ইট ভাটাগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়। তারা অবিলম্বে হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। যদি দাবি না মানা হয় তাহলে ঢাকায় মহাসমাবেশ করার ও হুশিয়ারী দেন

মন্তব্য (০)





  • company_logo