• খেলাধুলা

বাংলাদেশের প্রথম নারী বক্সিং কোচ জুই লিমা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ সম্প্রতি বক্সিং এক্সটেনশন চ্যাম্পিয়ন ম্যাচে চ্যাম্পিয়ন আসিফ হাসান লায়ন।  এক্সটেনশন চ্যাম্পিয়ন ম্যাচে তার কোচ হিসেবে কাজ করেছেন জুই লিমা। দেশে মাটিতে এরকম একটি আন্তর্জাতিক ম্যাচে প্রথমেই এনে  দিয়েছেন সাফল্য। সম্প্রতি কথা হ লো বাংলাদেশের নারী বক্সিং কোচ জুই লিমার সাথে। 

>এত পেশা থাকতে বক্সিং কোচ এর মত বিপদজনক পেশায় কেন আসলেন?  

বক্সিং খেলা সাহসীদের খেলা। আপনারা জানেন আদিবাসী মেয়েরা কতটা সাহসী ও পরিশ্রমী হয়। আদিবাসী মেয়েদের সাহসিকতা প্রকাশ করতে আমি এই পেশায় যোগদান করি। আমি সফলতার সাথে জাতীয় পর্যায়ে ও প্রফেশনাল বক্সিং খেলে পদক অর্জন করি। এবং বাংলাদেশের এই প্রথম নারী বক্সিং কোচ হিসেবে আত্মপ্রকাশ করি।

> বাংলাদেশে এই খেলাটির ভবিষ্যৎ কেমন দেখছেন? 
আপনারা জানেন এই বক্সিং খেলা কতটা দামি ও ব্যয়বহুল।এই খেলা খেলে মোহাম্মদ আলী, মাইক টাইসন প্রিন্স নাসিম আরো অনেকে ধনী হয়ে গেছে। আমাদের দেশে এই খেলা ভালোভাবে চালু হলে আমাদের দেশে বক্সারগন দেশের উন্নতি ও নিজেদের উন্নতি করতে পারবে। 

>  একজন প্রফেশনাল বক্সার  তৈরি করতে কি কি করা প্রয়োজন ? 

আমি মনে করি একজন প্রফেশনাল বক্সার তৈরি করতে কঠোর পরিশ্রম ও বাংলাদেশের ধনী ব্যক্তিদের সুদৃষ্টি স্পন্সর প্রয়োজন। 

> দেশের তরুণ প্রজন্ম এই খেলাটির প্রতি কেন আগ্রহী হবে?

একজন ছেলে যখন পুরুষ (উভয়) হয়ে ওঠে, তখন তার যাত্রা এই দুইয়ের মধ্যের ফাঁক পেরিয়ে যাওয়ার বিপদে ভরা থাকে। এই ভ্রমণের এক পর্যায়ে, এটি প্রায় নিশ্চিত যে তাকে কারও বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হবে, লাথি মারার জন্য প্রস্তুত। সহিংসতার প্রথম স্বাদের প্রতি আপনি যেভাবে প্রতিক্রিয়া দেখান তা অবশেষে আপনি যে প্রাপ্তবয়স্ক হয়ে উঠবেন তা গঠনে অনেক দূর এগিয়ে যাবে। যারা নিজেদের রক্ষা করতে পারে না, তাদের গঠনমূলক বছরগুলি অনেক বুলিদের সাথে দৌড়ে কেটে যাবে। স্থায়ী ক্ষত রেখে যেতে পারে। বক্সার হলেন সেই ব্যক্তি যিনি আমরা হতে চাই। 

> একজন প্রফেশনাল ট্রেইনার হিসেবে ভবিষ্যৎ লক্ষ্য কি ?

 প্রফেশনাল বক্সিং কোচ হিসেবে মোহাম্মদ আলী মাইক টাইসনের মত জনপ্রিয় বক্সার তৈরি করা। 

> দেশের বক্সিং কে আন্তর্জাতিক মানের করতে কি করা প্রয়োজন বলে মনে করেন?

দেশের বক্সিং কে আন্তর্জাতিক মানের করতে ভালো প্রশিক্ষক ও প্রশিক্ষণ এবং  আন্তর্জাতিক মানের বক্সিং গিয়ার বক্সিং প্রশিক্ষণে আইটেম প্রয়োজন। 

>পেশাদার বক্সিং নিয়ে আপনার কি পরিকল্পনা?

পেশাদার বক্সিং নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন বক্সার তৈরি করা এবং দেশের পতাকা মান উজ্জ্বল করা। 

> আপনি এই খেলাটির  কিভাবে সংযুক্ত হলেন সেই গল্পটি জানতে চাই? 

২০১৬ সালে আমার কাজিন জুলিয়েট ত্রিপুরা বক্সিং খেলা দেখে আমার অনেক  ভালো লাগে।আমি ছোটবেলা থেকে সাহসী ছিলাম। তাই কাজিনের হাত ধরে এই খেলাই সংযুক্ত হয়। 

>একজন নারী হিসেবে এতটা পথ অতিক্রম করে এ পর্যন্ত আসতে কি ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হয়েছেন? 

একজন বক্সার হিসেবে আমার নিজের পরিবার ও সমাজের বিভিন্ন রকম বাধা-বিপত্তি সম্মুখীন হতে হয়। 

 >নারীরা যদি বক্সার হতে চায় তাদের প্রাথমিক করণীয় কি? 

একজন নারী বক্সার হতে হলে  তাকে অধিকতর সাহসী ধৈর্যশীল এবং বিনয় হতে হবে।

>বক্সিংয়ের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয় আমাদের দেশের নারীর পক্ষে আন্তর্জাতিক মানের বক্সার হওয়া কি সম্ভব?

হ্যাঁ অবশ্যই সম্ভব! আমাদের পাশের দেশ ভারতে মেরি কম এর মতো আন্তর্জাতিক মানের বক্সার তৈরি করতে পারলে আমাদের দ্বারা সম্ভব।

মন্তব্য (০)





image

‘জয়ের ধারায় ফিরেছি, সামনে এক কঠিন সপ্তাহ: হামজা

স্পোর্টস ডেস্কঃ দেয়ালে ঠেকে গিয়েছিল হামজা চৌধুরিদের পিঠ। কার্ডিফ সিটির ব...

image

মেসি ম্যাজিকে ঘুড়ে দাড়ালো মায়ামি

স্পোর্টস ডেস্কঃ কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে শ...

image

বার্সাকে আটকে দিল বেতিস, হেরেও স্বস্তিতে রিয়াল

স্পোর্টস ডেস্কঃ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষ...

image

নতুন মাইলফলক ছুঁয়ে আনন্দে ভাসছেন হামজা!

স্পোর্টস ডেস্কঃ হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের শান্ত সরোবরে মহাসমুদ্রের...

image

মেসির ফেরার ম্যাচে মায়ামির হার

স্পোর্টস ডেস্কঃ লস এঞ্জেলসকে বলা হয় তারকাদের শহর। বিএমও স্টেডিয়ামে আজ যে...

  • company_logo