
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ লম্বা সময় ধরে গুঞ্জন চলছে নেইমারকে ছাড়তে যাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। এবার সেটিই সত্যি হলো।
পারস্পরিক সম্মতিতে ব্রাজিলিয়ানের সঙ্গে চুক্তি বাতিল করল ক্লাবটি। এই ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে তার শৈশবের ক্লাব সান্তোসকে।
এক বিবৃতিতে গতকাল আল হিলাল জানায়, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি। ’ অনেক প্রত্যাশা নিয়েই পিএসজি থেকে ২০২৩ সালে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। কিন্তু প্রত্যাশার পূরণ করতে পারেননি ইনজুরির কারণে। স্রেফ সাতটি ম্যাচ খেলেছেন তিনি।
এদিকে গুঞ্জন চলছে এই সপ্তাহেই ব্রাজিলে উড়াল দেবেন নেইমার। সান্তোসের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হবেন তিনি। এমনকি আগামী ৫ ফেব্রুয়ারি তাকে সান্তোসের জার্সি গায়ে মাঠেও দেখা যেতে পারে।
যদিও এমএলএস ক্লাবে যাওয়ার গুঞ্জনও উঠেছিল নেইমারের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা, শুরুতে এমনটা শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটি জানায় তারা আশা করছে নেইমারে সান্তোসেই ফিরবেন।
স্পোর্টস ডেস্কঃ দেয়ালে ঠেকে গিয়েছিল হামজা চৌধুরিদের পিঠ। কার্ডিফ সিটির ব...
স্পোর্টস ডেস্কঃ কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে শ...
স্পোর্টস ডেস্কঃ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষ...
স্পোর্টস ডেস্কঃ হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের শান্ত সরোবরে মহাসমুদ্রের...
স্পোর্টস ডেস্কঃ লস এঞ্জেলসকে বলা হয় তারকাদের শহর। বিএমও স্টেডিয়ামে আজ যে...
মন্তব্য (০)