• তথ্য ও প্রযুক্তি

ইনস্টাগ্রামের যে ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার ইনস্টাগ্রামের জনপ্রিয় একটি ফিচার পাবেন হোয়াটসঅ্যাপেই। হোয়াটসঅ্যাপ এবার এমন এক ফিচার আনতে চলেছে, যা সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে। আসলে একটি নতুন ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এই সংস্থা। যার ফলে এবার থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীরা গান এবং ট্রেন্ডিং ট্র্যাক ব্রাউজ করতে পারবেন। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। তবে ব্যবহারকারীরা যদি একটি ভিডিওতে মিউজিক অ্যাড করতে চান, তাহলে আরও একটু বেশি দীর্ঘ মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। কন্টেন্টের সঙ্গে গান সিঙ্ক করা যেতে পারে।

নতুন এই ফিচার সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে একটা সুন্দর অভিজ্ঞতা প্রদান করবে। বিশেষ করে যারা স্ট্যাটাস দিতে ভালোবাসেন, তাদের জন্য তো এই ফিচার অত্যন্ত পছন্দের হতে চলেছে। হোয়াটসঅ্যাপের মিউজিক স্ট্যাটাস ফিচার একদম ইনস্টাগ্রামের মতোই: নতুন স্ট্যাটাস আপডেটের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিজেদের প্রিয় গান শেয়ার করতে সক্ষম হবেন।

স্ট্যাটাস সেকশনের ড্রয়িং এডিটরে একটি নতুন মিউজিক বাটন অ্যাড করা হবে। এই বাটনে ট্যাপ করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গান বেছে নিতে পারবেন। যা তারা নিজেদের ছবি অথবা ভিডিওর সঙ্গে শেয়ার করতে পারবেন।

বিটা ইউজাররা আপাতত এই ফিচার পাচ্ছেন। আপাতত তা পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। যদিও খুব শিগগির সব ব্যবহারকারীর জন্যই তা রোল আউট করা হবে। এর কার্যকারিতা অনেকটা ইনস্টাগ্রামের মিউজিক ক্যাটালগের মতোই। এর ফলে ব্যবহারকারীরা বেছে নেওয়ার জন্য গানের তালিকা পাবেন। তারা ট্রেন্ডিং মিউজিক থেকেও গান বাছতে পারবেন। সেই সঙ্গে গানের নির্দিষ্ট অংশও সিলেক্ট করতে পারবেন।

মন্তব্য (১)





image
image

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্ক বার্তা

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে ৩৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন ন...

image

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম...

image

গুগল ফটোসে এআই ফিচার, পাবেন যে সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : এআই আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করেছে। সব ক্ষেত...

image

লাইক বাটন সরিয়ে দিচ্ছে ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ ১৬ বছর ধরে লাইক বাটন ছিল অনলাইনে সবচেয়ে পরি...

image

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

নিউজ ডেস্ক : এখন থেকে গ্যাস বিল পরিশোধের জন্য ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না। ঘ...

  • company_logo