• খেলাধুলা

সেকেন্ডে ৫০ লাখ টাকা আয় নেইমারের!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

রেকর্ড টাকায় নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। শুরুটা ভালো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোট জর্জরিত হয়েছেন নেইমার। সেই নেইমার এরপর সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখালেও চোট তার পিছু ছাড়েনি। আল হিলালে নাম লেখানোর ১৮ মাসে নেইমার খেলেছেন মোটে ৭ ম্যাচ। তবে এ সময়ে চুক্তির পুরো টাকাটাই পকেটে পুরেছেন তিনি। আর সেই টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠতে পারে যে কারও।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে বিশাল অংকের চুক্তিতে আল হিলালে এসেই একের পর এক চোটে পড়েন নেইমার। গেল ২০২৪ সালে আল হিলালের জার্সিতে খেলতে পেরেছেন মোটে ২ ম্যাচ। তাও দু’ ম্যাচ মিলিয়ে মোটে ৪২ মিনিট। অথচ, এই বছরটাতে নেইমারকে চুক্তির পুরো টাকাটাই দিতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে।

ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। অর্থাৎ মিনিট হিসেবে যা প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা!

আল হিলালের কাছ থেকে কাড়িকাড়ি টাকা বেতন ভাগিয়ে নেওয়া নেইমার এখনও এসিএল চোটে ভুগছেন। এই অবস্থায় শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে। তবে একের পর এক চোটে পড়া নেইমারকে কোন ক্লাব কিনবে; সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য (০)





image

‘জয়ের ধারায় ফিরেছি, সামনে এক কঠিন সপ্তাহ: হামজা

স্পোর্টস ডেস্কঃ দেয়ালে ঠেকে গিয়েছিল হামজা চৌধুরিদের পিঠ। কার্ডিফ সিটির ব...

image

মেসি ম্যাজিকে ঘুড়ে দাড়ালো মায়ামি

স্পোর্টস ডেস্কঃ কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে শ...

image

বার্সাকে আটকে দিল বেতিস, হেরেও স্বস্তিতে রিয়াল

স্পোর্টস ডেস্কঃ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষ...

image

নতুন মাইলফলক ছুঁয়ে আনন্দে ভাসছেন হামজা!

স্পোর্টস ডেস্কঃ হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের শান্ত সরোবরে মহাসমুদ্রের...

image

মেসির ফেরার ম্যাচে মায়ামির হার

স্পোর্টস ডেস্কঃ লস এঞ্জেলসকে বলা হয় তারকাদের শহর। বিএমও স্টেডিয়ামে আজ যে...

  • company_logo