• খেলাধুলা

টম মুডিকে ফের নিয়োগ দিল শ্রীলংকা

  • খেলাধুলা
  • ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:১৩:২৬

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার টম মুডিকে ফের নিয়োগ দিল শ্রীলংকা। এর আগেও শ্রীলংকার কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। আগামী তিন বছর শ্রীলংকার ক্রিকেট পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ৫৫ বছর বয়সী এই সাবেক তারকা ক্রিকেটারকে। 

টম মুডি অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ ওয়ানডে ও ৮টি টেস্ট ম্যাচে অংশ নেন। দেশের হয়ে দুই সেঞ্চুরি আর ১৩টি ফিফটির সাহায্যে ১ হাজার ৬৬৭ রান সংগ্রহ করেন তিনি। 

ক্রিকেট থেকে অবসরে কোচিংকে পেশা হিসেবে বেছে নেয়া টম মুডি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ২০১৬ সালে আইপিএলের প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় হায়দরাবাদ। 

হায়দরাবাদের আইপিএল শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের এই তারকা পেসারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে টম মুডি মোস্তাফিজকে ‘দ্য ফিজ‘ উপাধি দেন। তারপর থেকে মোস্তাফিজ ‘দ্য ফিজ’ নামে বেশ জনপ্রিয়তা পান।

 

 

facebook sharing button

messenger sharing button

twitter sharing button

pinterest sharing button

linkedin sharing button

print sharing button

মন্তব্য ( ০)





  • company_logo