• সমগ্র বাংলা

তেঁতুলিয়া স্মার্ট কার্ড ও মাস্ক বিতরণ 

  • সমগ্র বাংলা
  • ২১ জানুয়ারী, ২০২১ ১১:৩৮:০৩

ছবিঃ সিএনআই

তেঁতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড বিতরণের সময় করোনা প্রতিরোধে সচেতনতামূলক হিসেবে মাস্ক বিতরণ করা হয়। বুধবার সকাল ১০টা থেকেই উপজেলার বাংলাবান্ধা, সিপাইপাড়া, তিরনইহাটের বাজারের জনসাধারণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা।

পরে বেলা সাড়ে ১১টায় বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড ও মাস্ক বিতরন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, নির্বাচন কর্মকর্তা আলী হোসেন, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন প্রমুখ।

এর আগের দিন তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়ন কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। পর্যায় ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও ২০১৯ সালের হালনাগাদকৃত নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আলী হোসেন।

মন্তব্য ( ০)





  • company_logo