• শিশু সংবাদ

সাভারে অদ্ভুত শিশুর জন্ম!

  • শিশু সংবাদ
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ১৫:০৪:০৫

ছবিঃ সিএনআই

 

সাভার প্রতিনিধিঃ সাভারে বেদে সম্প্রদায়ের দরিদ্র এক পরিবারে অদ্ভুত মুখায়বের এক শিশু জন্ম নিয়েছে। ওই নবজাতককে নিয়ে কৌতুহলের শেষ নেই বেদে সম্প্রদায়ে। সোমবার বিকেলে স্বাভাবিক ভাবে জন্ম নেয়া শিশুটি এখন তার মায়ের কাছেই আছেন বলে জানিয়েছে তাদের প্রতিবেশী বেদে সম্প্রদায়ের সানিউল সানি নামে যুবক।  মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা.সামেমুল হুদা।

এর আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার বেঁদে পাড়ায় এই ধরনের শিশুর জন্ম হয়। শিশুর বাবার নাম শুকুর আলী। তিনি সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধায় ওই এলাকায় অদ্ভুদ আকৃতির নবজাতকের জন্ম হলে এলাকাবাসী দেখার জন্য ভীড় জমায়। শিশুটি চোখ, নাক ও ঠোট পুরোপুরি গঠিত নয়।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ককর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাধারনত জিনগত রোগ এটি। শুষ্ক ত্বকের সাথে সম্পর্কিত এনডি। এধরেন শিশু সাধারনত ১ মাসের বেশি বাঁচে না।

মন্তব্য ( ০)





  • company_logo