• অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে স্বর্ণসহ চোরাকারবারী আটক

  • অপরাধ ও দুর্নীতি
  • ২২ ডিসেম্বর, ২০২০ ১০:০৬:১০

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র একদল জওয়ান অভিযান চালিয়ে ১ আসামী সহ ১ কেজি ৪০০ গ্রাম (১২০ ভরি) স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৮৯ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছে। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি, সোমবার রাতে গন-মাধ্যমকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৬ টায় চোরাকারবারীরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তে স্বর্ণ পাচার করা হচ্ছে মর্মে সিভিল সোর্স হতে পাওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি, এর সার্বিক তত্ত¡াবধানে বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো.জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত হৈবতপুর গ্রামের পাঁচকবর নামক স্থান হতে নওগা জেলার সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে আসামী মো.আব্দুল জব্বার (৩২) এর নিকট হতে ১ কেজি ৪০০ গ্রাম (১২০ ভরি) স্বর্ণের বার আটক করতে সক্ষম হন, যার আনুমানিক মূল্য ৮৮ লক্ষ ৮২ হাজার ৩০ টাকা। আটককৃত স্বর্ণসহ আসামীকে দর্শনা থানায় সোপর্দ করে হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়ের করার করেন।

মন্তব্য ( ০)





  • company_logo