• শিশু সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

  • শিশু সংবাদ
  • ১৩ ডিসেম্বর, ২০২০ ২০:০৬:০৪

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পুরো জেলা। ঠিকমত সূর্যেরে দেখা মিলছেনা। দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও সকাল ও রাতে ঘন কুয়াশার সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও যানবাহনগুলো চলছে হেড লাইট জ্বালিয়ে।

এদিকে হটাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। তবে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুর বেশিরভাগই ঠান্ডা জনিত নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। চিকিৎসার পাশাপাশি এই সময় মায়েদেরকে শিশুদের যত্নে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

মন্তব্য ( ০)





  • company_logo