• তথ্য ও প্রযুক্তি

আপনার প্রতিষ্ঠানের জন্য জনপ্রিয় এক্সেস কন্ট্রোল ডিভাইস ZKTeco F18

  • তথ্য ও প্রযুক্তি
  • ১২ নভেম্বর, ২০২০ ১৪:৪৪:৩১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এক্সেস কন্ট্রোল এর ব্যবহার এখন সব জায়গাতেই দেখা যায়। অফিস কিংবা বাসায় এখন নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের এক্সেস কন্ট্রোল ব্যাবহার করা হয়। বাজারে বিভিন্ন ব্রান্ডের এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেস কন্ট্রোল পাওয়া যায়। যেমন- আরএফআইডি রিডার, বায়োমেট্রিক রিডার, আই স্ক্যানার ইত্যাদি। তার ভিতর জেডকেটেকো এফ-১৮ (F-18) অন্যতম।

এফ-১৮ এর এক্সেস কন্ট্রোলের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলঃ

১। ডোর সেন্সর

২। আপডেটেড ফার্মওয়্যার

৩। কমপ্যাক্ট ডিজাইন

৪। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট

৫। মাল্টি-লেভেল ম্যানেজমেন্ট

৬। অ্যালার্ম

৭। ৩০০০ ফিঙ্গারপ্রিন্ট ক্ষমতা

৮। এলসিডি রঙিন স্ক্রিন ডিসপ্লে

৯। ডোর বেল

১০। আইডি কার্ড ফাংশন

জেডকেটেকের এফ-১৮ এর অন্যতম সুবিধা হল এটি খুবই কম মূল্যের এবং সব ধরনের ফিচার আছে। এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ৮-১০ হাজার টাকায়।  বিভিন্ন অনলাইন শপে পাওয়া যাচ্ছে এই এক্সেস কন্ট্রোলটি।

মন্তব্য ( ০)





  • company_logo