• প্রশাসন
  • লিড নিউজ

পঞ্চগড় জগদ্দল বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ২৬ অক্টোবর, ২০২০ ১০:৪১:৪৮

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জগদ্দল বাজারের বিভিন্ন পয়েন্টে ১২টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেছেন পঞ্চগড় জেলা  পুলিশ।   রবিবার (২৫ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার  জগদ্দল বাজার  বণিক সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। 

সভায় প্রধান অতিথি বলেন, জেলা পুলিশের উদ্যোগে  পঞ্চগড় শহরসহ জেলার সকল থানার গুরুত্বপূর্ণ পয়েন্ট, মোড় এবং বাজারগুলোতে  প্রায় চার শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা আওতাধীন এলাকায় সাধারণ মানুষের মধ্যে যেমন নিরাপত্তাবোধ কাজ করে তেমনি অপরাধীরা অপরাধকর্ম করতে সাহস পাবে না।এছাড়া অপরাধ করলেও অপরাধীদের সনাক্ত করাও সহজ হবে বলেও তিনি জানান। 

এ সময় তিনি মাদক  নির্মূল করতে জনগণের ভূমিকা এবং নারী ও শিশু নির্যাতন বিরোধী বিষয় নিয়েও বিশদ আলোচনা করেন। এ ছাড়াও  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আলমগীর রহমান, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহমেদ, এসআই কাইয়ুম আলী, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল হক, সাতমেরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক, জগদল বনিক সমিতির সভাপতি এম এ মানিক খাঁন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo