• আন্তর্জাতিক

কার্টুন নকল করতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের

  • আন্তর্জাতিক
  • ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৪৬:২০

প্রতিদিনের মতোই দুপুরবেলা স্কুল থেকে বাড়ি ফিরেছিল প্রত্যুষ। ড্রেস ছেড়ে গোসল করতে ঢুকে যায় বাথরুমে। কিন্তু অনেকক্ষণ পরও বাথরুম থেকে না বের না হওয়ায় তার মায়ের সন্দেহ হয়। ধাক্কা দিয়ে বাথরুমের দরজা খুলতেই হতবাক হয়ে যান তিনি। দেখেন, শাওয়ারের সঙ্গে ঝুলছে বাড়ির আদরের ছোট ছেলে প্রত্যুষ। পরিবারের দাবি, কার্টুনের কোনো চরিত্র নকল করতে গিয়েই মারা গেছে তাদের সন্তান। তবে পুলিশ একে আত্মহত্যা হিসাবেই দেখছে। মঙ্গলবার মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রজ্যের হাওড়ায়। হাওড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত পঞ্চম শ্রেণীর ছাত্র প্রত্যুষ জয়সওয়াল। সে টিভিতে কার্টুন দেখতে ভালোবাসত। অনেক সময়ই টিভিতে কার্টুন দেখে তা নকল করার চেষ্টা করত সে। মঙ্গলবার বাথরুমে ঢুকে শাওয়ার থেকে বেল্ট ঝুলিয়ে সেটি গলায় পেঁচিয়ে নকল করার চেষ্টা করে প্রত্যুষ। এসময় গলায় ফাঁস লেগে মারা যায় সে। ছেলে অনেকক্ষণ ধরে বাথরুমে আছে দেখে প্রথমে দরজায় ধাক্কা দেন তার মা কাঞ্চন জয়সওয়াল। কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি দরজা ভেঙে দেখেন শাওয়ারে বাধা বেল্টের সঙ্গে ঝুলছে ছেলে। প্রথমে প্রত্যুষকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রত্যুষকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওই হাসপাতালে নেয়ার পর পঞ্চম শ্রেণির ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন কতৃব্যরত চিকিৎসকরা। মঙ্গলবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দেয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, পঞ্চম শ্রেণির ওই ছাত্র বাথরুমে ঢুকে আত্মহত্যা করেছে। কিন্তু ওই ছাত্র স্কুল থেকে বাড়ি ফিরে বাথরুমে ঢুকে আত্মহত্যা করতে গেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কার্টুন দেখা নকল করতে গিয়েই তার মৃত্যু হয়েছে, পরিবারের এই দাবিও খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ। এজন্য বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মন্তব্য ( ০)





  • company_logo