• রাজনীতি

গ্রেনেড হামলার মাস্টারপ্ল্যানকারীরা বর্তমানে ক্ষমতাসীন: রিজভী

  • রাজনীতি
  • ২১ আগস্ট, ২০১৯ ২০:৪০:৪৮

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলার মাস্টারপ্ল্যানকারী হচ্ছে তারাই, যারা বর্তমানে ক্ষমতাসীন-এটাই মানুষ মনে করে। এই হামলা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়নি।’ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সবকিছু তাদের হাতের মুঠোয়। তারা যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু প্রকৃত সত্য ঘটনা সবাই জানে। এটা গভীর নীল নকশার অংশ। এই নীল নকশার সঙ্গে ক্ষমতাসীনরা জড়িত কিনা সেটাই আজ সন্দেহ দেখা দিয়েছে। তিনি বলেন, অপরাধ করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনার পর দেশ থেকে সরে যেতেন। তখন তিনি তো দেশ থেকে কোথাও যাননি। খালেদা জিয়া শেষদিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার যে সংগ্রাম সে সংগ্রাম হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার সংগ্রাম। রিজভী বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার সামগ্রিক তদন্ত হওয়া এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। ওয়ান-ইলেভেনের সময়ে যে চার্জশিট দেওয়া হয়েছিল সেখানে তারেক রহমানের নাম ছিল না। জোর করে, পিটিয়ে, হাতের নখ তুলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের আতঙ্ক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চোর যেমনিভাবে গৃহস্থের ভয়ে সন্ত্রস্ত থাকে তেমনিভাবে অবৈধ আওয়ামী লীগ সরকারও খালেদা জিয়াকে নিয়ে আতঙ্কে থাকে। তাই বিনা দোষে বেগম জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার। রিজভী বলেন, প্রকাশ্যে সগর্বে ঘোষণা দিয়ে খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছেন স্বয়ং সরকার প্রধান নিজেই। একদিকে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে উপহাস করছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নিজেই চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, নির্বাহী সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo