• খেলাধুলা

চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন মুশফিক

  • খেলাধুলা
  • ২৭ এপ্রিল, ২০১৯ ১৮:৩৮:০৯

ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এই তালিকায় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও থাকার কথা ছিল। কিন্তু ইনজুরির কারণে ২০১১ সালের বিশ্বকাপে খেলা হয়নি তার। ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের অফিসিয়াল টুইটারে জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান লেখেন, ২০০৭, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে আমার খেলার সুযোগ হয়েছে। আরও একটি বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছি। ভক্ত সমর্থকদের কাছে প্রশ্ন রেখে মুশফিক বলেন, আপনি কি মনে করেন এটা আমার ক্যারিয়ারের স্মরণীয় বিশ্বকাপ হবে? শনিবার দুপুর ১টায় মুশফিকের এমন পোস্টের পর অনেকেই রিটুইট করেন। মোহাম্মদ ফজর আলী নামে একজন লেখেন, ভাই শুভকামনা ও দোয়া রইল। বেশি কিছু না। আপনাদের মতো করেই খেলে আসেন। দেখবেন ইনশাআল্লাহ! জয় আসবেই। আব্দুল্লাহ আল নোমান লেখেন, অবশ্যই আমি চাই আপনি বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেন। রনি ইসলাম নামে একজন লেখেন, ইনশাআল্লাহ। রাশেদ ইসলাম লেখেন, ইনশাআল্লাহ আমরাও চাই ইংল্যান্ড বিশ্বকাপ আপনার এবং বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকুক। বিশ্বকাপের বিশ্ব আসর শুরু হতে আর মাত্র ৩২দিন বাকি। কিংবদন্তি ক্রিকেটারদের অনেকেই বিশ্বকাপের ফেভারিট নিয়ে মন্তব্য করছেন। ক্রিকেট ইতিহাসের সবচেয় দ্রুতগতির পেসার শোয়েব আখতার অবশ্য বলেছেন, বিশ্বকাপে বাংলাদেশ চমক দেখাবে।

মন্তব্য ( ০)





  • company_logo