• বিনোদন

‘দেবী’ আসছে অনলাইনে

  • বিনোদন
  • ০৩ ফেব্রুয়ারী, ২০১৯ ২০:৪৯:০০

রহস্য ও রোমাঞ্চ ভরা চলচ্চিত্র ‘দেবী’ শীঘ্রই দেখা যাবে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বায়োস্কোপে। হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাসটি বাংলাদেশের সিনেমা জগতের একটি মাইলফলক হিসেবে দর্শকদের থেকে সমাদৃত হবার পর এখন অনলাইন মাধ্যমে দেখা যাবে শুধুমাত্র বায়োস্কোপে। মুক্তি পাওয়ার ১০০তম দিনে গ্রামীণফোন হাউজে বায়োস্কোপের সাথে চুক্তিবদ্ধ হল ‘দেবী’। মূলত, গ্রামীণফোনের ডিজিটাল সেবাগুলোর মধ্যে ‘বায়োস্কোপ’ অন্যতম একটি অনলাইন বিনোদনের মাধ্যম। বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাসের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘দেবী’ ছবিটি। সফল চলচ্চিত্র ‘দেবী’ শুধু বাংলাদেশেই নয় কানাডা, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যর পর্দায়ও দেবী প্রদর্শিত হয়েছে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় এটি প্রদর্শিত হচ্ছে। সরকারি অনুদান পাওয়া ছবিটি প্রযোজনা করেছেন এ সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী জয়া আহসান। আর ছবিটির নির্মাতা অনম বিশ্বাস। ‘দেবী’ চলচ্চিত্রে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে জয়া আহসান এছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ ও ইরেশ যাকের।

মন্তব্য ( ০)





  • company_logo