• খেলাধুলা

দেশ ছাড়ার আগে যা বললেন মিরাজ

  • খেলাধুলা
  • ০৬ ফেব্রুয়ারী, ২০১৯ ১৩:৫৪:৩৮

নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে আজ দেশ ছেড়েছে মুশফিক-মিরাজরা। আগামী ১০ই ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড মিশনে নামবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর নিউজিল্যান্ড সফরে স্পিনারদের নিজেদের মধ্যে বড় পরীক্ষা দিতে হবে বলেই মনে করছেন জাতীয় দলের অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতবার নিউজিল্যান্ড সফরে চার ইনিংসে মাত্র ৪ উইকেট শিকার করেছিলেন মিরাজ। তবে এবারের নিউজিল্যান্ড সফরে প্রতিপক্ষ হিসেবে স্পিনারদের মানসিকতাকেই দেখছেন মিরাজ। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, ‘উপমহাদেশে স্পিনাররা ভালো করলেও বাইরের দেশে স্পিনাররা তেমন কোনো ভূমিকা পালন করতে পারে না। তবে এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আমাদের স্পিনারদের জন্যও। স্পিনাররা ভালো কিছু করতে পারলেই দলের জন্য ভালো হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে সেটা পেসারদের সাহায্য করবে। আমরা বেশ কয়েকদিন সুযোগ পাব সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার। যত তাড়াতাড়ি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব ততই আমাদের জন্য ভালো।’

মন্তব্য ( ০)





  • company_logo