• খেলাধুলা

নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপের আগেই জাতীয় দলে ফিরতে চান সাব্বির

  • খেলাধুলা
  • ০২ জানুয়ারী, ২০১৯ ১৩:৩০:৫১

বিপিএলে পারফর্ম করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে চান আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় থাকা সাব্বির রহমান। মাঝের সময়টায় আত্মঅনুশোচনা ও আত্মপোলব্ধি হয়েছে বলেও মনে করছেন এ হার্ড হিটার ব্যাটসম্যান। এবারের আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন সাব্বির। দেশের ক্রিকেটের ব্যাড বয় হিসেবে পরিচিত সাব্বির রহমান। জাতীয় লিগে সমর্থককে মারধরের ঘটনায় বিশ লাখ টাকা আর্থিক জরিমানা সহ ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা, বিপিএলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, নারী ঘটিত কেলেঙ্কারী আর সবশেষ আগস্টে ফেসবুকে এক সমর্থককে গালি ও হুমকি দেয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা। ক্যারিয়ার জুড়ে সমালোচনা আর কলঙ্কের দাগ এ মারকুটে ব্যাটসম্যানের। যার প্রভাব পড়েছে বিসিএল কিংবা এনসিএলেও। ক্রিকেট লিগে ৩ ম্যাচের ছয় ইনিংসে মাত্র ৯৮ রান আর এনসিএলে ছয় ম্যাচে মাত্র ১ হাফ সেঞ্চুরি তারই প্রমান। কিন্তু সব ভুলে নতুন বছরটা নতুন করে সাজাতে চান সাব্বির। তবে বিপিএলে মানেই সাব্বিরের চমক। ৬২ ম্যাচে ১ সেঞ্চুরি সহ ১১২১ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৮ নম্বরে তিনি। পয়োমন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগকে জাতীয় দলে ফেরার মঞ্চ বানাতে চান সাব্বির বিশ্বকাপের আগেই। ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে সাব্বিরের ছয় মাসের নিষেধাজ্ঞা।

মন্তব্য ( ০)





  • company_logo