• অর্থনীতি

১ হাজার ৭’শ কোটি ডলার লোকসান গুনলেন জাকারবার্গ

  • অর্থনীতি
  • ১৮ নভেম্বর, ২০১৮ ১৯:২৯:৫৪

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চরম ব্যর্থতা, সমালোচনা সত্তেও ফেসবুক ব্যবহারকারীদের রক্ষায় কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া, নির্বাচনে প্রভাব বিস্তারে রুশ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার মত বিভিন্ন তৎপরতায় অব্যাহত ভাবে যে লোকসানের মুখে পড়েছেন মার্ক জাকার বার্গ বছর শেষ হওয়ার আগে তার পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৪ বিলিয়ন ডলার। সর্বশেষ গত শুক্রবার ফেসবুকের শেয়ার আরো ৩ শতাংশ পতন ঘটে। গত বছরের এপ্রিলের পর এপর্যন্ত ফেসবুকের শেয়ার মূল্য সর্বনিম্ন পর্যায়ে ১৩৯.৫৩ ডলারে দাঁড়িয়েছে। ফেসবুকের কর্ণধার ৩৪ বছরের মার্ক জাকার বার্গ বিশ্বের তৃতীয় ধনাঢ্য ব্যক্তির স্থান থেকে দূরে সরে গিয়ে ব্লুমবার্গ বিলিওনারি সূচকে ষষ্ঠ স্থানে স্থির রয়েছেন। তারপরও জাকারবার্গের বর্তমান সম্পদের পরিমান ৫৫.৩ বিলিয়ন ডলার যা গত ২৫ জুলাই পর্যন্ত ৩১ বিলিয়ন ডলার বেড়েছিল। এখন জাকারবার্গের পরেই রয়েছেন ওরাকলের ল্যারি এলিসন যার সম্পদের পরিমান ৫৪.৭ বিলিয়ন ডলার। ইতিমধ্যে জাকারবার্গ তার প্রতিষ্ঠানের ভেতর থেকেই প্রবল চাপের মুখোমুখি হচ্ছেন তার সার্বিক ব্যর্থতার কারণে।

মন্তব্য ( ০)





  • company_logo