ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গুলি ভর্তি পিস্তলসহ একজন যুবককে আটক করা হয়েছে। ২৪ নভেম্বর রবিবার মধ্য রাতে মাছুয়াপাড়া গ্রামের নিজ বাড়ীতে অভিযানে জুয়েল রানা নামে একজনকে আটকের পর গাইবান্ধ্যার পলাশবাড়ী ভগ্নিপতির বাড়ীতে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
জুয়েল রানা ঘোড়াঘাটের ৪নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। সে ছাত্রদলের একজন সদস্য। পেশায় মাছ কেনাবেচার ব্যবসায় জড়িত।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে প্রথমে জুয়েল রানাকে আটক করে যৌথ বাহিনীর সেনা সদস্যরা। পরে তার দেওয়া তথ্য নুযায়ী গাইবান্ধ্যার পলাশবাড়ীতে ভগ্নপতির বাড়ীতে অভিযান চালান তারা। এসময় ৭. ৬২ এমএম একটি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন এবং বিশেষ ধরনের ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পলাশবাড়ী থানার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু জানান, জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করাসহদদ পাশাপাশি অস্ত্রে উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন তারা। গত ৫ আগষ্টের পরে কোন এক সময় সে অস্ত্রটি ক্রয় করেছিল। অস্ত্র বিক্রেতা চক্রে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টাসহ অস্ত্রের মালিককে চিহ্নিতের চেষ্টা চালাচ্ছেন তারা।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারি...
গাজীপুর প্রতিনিধিঃ কল-কারখানার বর্জ্যে বিষাক্ত দুর্গ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিয়...
মন্তব্য ( ০)