• অপরাধ ও দুর্নীতি

পুলিশ দেখে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না তাদের!

  • অপরাধ ও দুর্নীতি
  • ২০ নভেম্বর, ২০২৪ ১২:৪৪:২৩

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ আরাফাত শেখ (৩৫) ও রহিম শেখ (৪৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে মঙ্গবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ডের বাঙ্গাল হাওলা গ্রামে বিশেষ এ অভিযান চালায় পুলিশ।

আটককৃত আরাফাত কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গাল হাওলা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। রহিম একই গ্রামের মৃত আলী শেখের ছেলে। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালীগঞ্জ পৌরসভার বাঙ্গাল হাওলা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে স্থানীয় দুই মাদক কারবারি।

পরে তাদের ইয়াবা ও নগদ সহ আটক করা হয়। এ সময় আরাফাতের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রি করা বাবদ নগদ ৩ হাজার ৮০০ টাকা এবং রহিমের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রি করা বাবদ নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কালীগঞ্জ থানার পুলিশের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য ( ০)





  • company_logo