ছবিঃ সিএনআই
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডে সিঁধ কেটে ঘর চুরির ঘটনা ঘটেছে। এতে মোবাইল ফোন, নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ১ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার কলেজপাড়া এলাকার হানিফ খাঁ ও তাঁর স্ত্রী লাভলী বেগমসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।
এ সময় চোররা ঘরে মাটির পোতায় সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে চোর চক্রটি নগদ ১০,৫০০ টাকা, স্বর্ণালংকার, রূপার চেইনসহ দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির বিষয়টি টের পান তারা। পরে গলাচিপা থানা পুলিশের তৎপরতায় এবং প্রযুক্তির সহয়তায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি গলাচিপা উপজেলাধীন ডাকুয়া ইউনিয়নের ফুলখালি গ্রামের সামসুল হক সরদারের ছেলে সোহেল (২৮)।
এ ঘটনায় বাড়ির মালিক হানিফ খাঁ’র স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ০৭ এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, ” গলাচিপা থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা একজন আটক করতে সক্ষম হয়েছি। আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত আসামি পেশাদার চোরচক্রের সদস্য, বাকিদের সনাক্ত করতে আমরা কাজ করছি।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে চুরির ঘ...
গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপা...
লালমনিরহাট প্রতিনিধি: "আত্নবিশ্বাস গড়ে তোলো, আত্মমর...
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসি...
মন্তব্য ( ০)