ছবিঃ সংগৃহীত
অর্থনীতি ডেস্ক: আলু-পেঁয়াজের চড়া দামের মধ্যেও সুখবর দিচ্ছে সবজির বাজার। প্রায় সব ধরনের সবজির দামই কমে এসেছে। বাজারে উঠেছে শীতের সবজি। আবার শীত ঘনিয়ে আসায় কমেছে ব্রয়লার মুরগীর দামও।শুক্রবার (০৮ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং মিরপুর-১ নম্বর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। দুই সপ্তাহ আগেও ১০০ টাকার বেশি দামে বিক্রি হওয়া বেগুন এখন ৬০ থেকে ৮০ টাকা, করল্লার কেজি ৭০ থেকে ৮০ টাকা।
পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে, ঢেঁড়শ ৬০ টাকা। ১২০ টাকা থেকে নেমে বরবটি এখন ১০০ টাকা। পেঁপের কেজি ২০ থেকে ৩০ টাকা। দুন্দল ৭০ থেকে ৮০ টাকা, একই দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা ৭০ টাকা। প্রতি কেজি কচুর লতির জন্য এখন ক্রেতাকে গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। ঝিঙার কেজি ৮০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা। দাম কমেছে কাঁচামরিচের।
এক মাস আগে ৬০০ টাকায় পৌঁছে যাওয়া কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগেও ছিল ১৬০ টাকা। শীতকালীন সবজিরও দাম কমতে শুরু করেছে। শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা পিস, একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। এছাড়া পাকা টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, গাজর ১২০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা, ধনিয়াপাতা কেজিতে ১৬০ টাকা, কাঁচা কলা হালি ৩০ থেকে ৪০ টাকা, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। অস্থির হয়ে ওঠা শাকের বাজারও এখন অনেকটা নিয়ন্ত্রণে। প্রতি আঁটি লালশাক পাওয়া যাচ্ছে ১৫ টাকা দরে, যা এক মাস আগেও বিক্রি হয়েছে ৩৯ টাকায়।
মাসখানেক আগে পাইকারি বাজারে ৪৫ টাকায় বিক্রি হওয়া পুঁইশাক এখন খুচরা বাজারেই মিলছে ৪০ টাকায়। একই দামে মিলছে লাউশাক। এছাড়া মুলা শাক ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। ডাটা শাক বিক্রি হচ্ছে ৩০ টাকা আঁটি দরে।
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল &ndas...
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালো...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় স...
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ...
মন্তব্য ( ০)