ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঢেমশা ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০ টি বসতবাড়ি। বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুলজানী বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে, রাত আনুমানিক ১ টার পর আকষ্মিকভাবে আগুনে পুড়ে অন্তত ১০ টি বসতবাড়ি ভস্মীভূত হয়ে গেছে।
পরিবারগুলো নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিছে দিনাতিপাত করছে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ৩ টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করি। চলাচলের রাস্তায় সুরু হওয়ায় এবং আগুন ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্যমতে এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুনের সূত্রাপাত নিশ্চিত হওয়া যায়নি। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, ক্ষয়ক্ষতি নির্দিষ্ট করে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
মন্তব্য ( ০)