ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি : চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫হাজার ৬শত কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নবাগত উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা কৃষি পূনবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৈৗশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো: এখলাছ মিয়া, পল্লী উন্নয়ন অফিসার মো: রুহুল আমিন, ডিকেআইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবু কায়সার রাসেল, উপজেলা শহর বিএনপির সাধারণ সম্পাদক মো: চান মিয়া, মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন প্রমুখ।
প্রসঙ্গত, সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার নির্বাচিত ৫হাজার ৬শতজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিঘা প্রতি জমির জন্য ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বড় বোনের ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কারাগারে নাশকতা মামলায় গ...
চট্টগ্রাম প্রতিনিধি: ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নাম...
পাবনা প্রতিনিধিঃ দেশে প্রাকৃতিক দূর্যোগের মধ্যে বজ্রপাত ...
মন্তব্য ( ০)