• সমগ্র বাংলা

লালমনিরহাটে ভোক্তারা দ্বিগুণ দামে কিনছে ডিম

  • সমগ্র বাংলা
  • ১৩ অক্টোবর, ২০২৪ ১৯:২৭:২৫

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বাজারগুলোতে প্রতি হালি ডিম বিক্রয় হচ্ছে ৫০টাকা দরে। সে হিসেবে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় সাড়ে ১২টাকা। জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় যে খামার রয়েছে সেসব খামারের উৎপাদিত ডিম দিয়ে জেলার চাহিদা পূরণ হয়। বাহির থেকে ডিম আমদানি করতে হয় না।

জেলা সদরের মহেন্দ্রনগর এলাকার খামারি রফিকুল ইসলাম জানান, তার খামারে ২হাজার মুরগি রয়েছে। তিনি প্রতিদিন গড়ে ১৮ থেকে ১৯'শ ডিম পান।এই ডিম উৎপাদনে  মুরগির খাদ্য, ওষুধ, বিদ্যুৎ বিল, শ্রমিক সহ ১৫হাজার টাকা খরচ হয়। তার প্রতিটি ডিম উৎপাদনে খরচ হয় সাড়ে ৭থেকে ৮টাকা। কিন্তু বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১২টাকা দরে। ব্যবসায়ী প্রতি ডিমে লাভ করছে ৫টাকা। নিয়মিত বাজার মনিটরিং করেও সুফল মিলছে না।

এ ব্যাপারে ভোক্তা শহীদ ইসলাম সুজন বলেন,আমরা সবক্ষেত্রেই প্রতারিত হচ্ছি।অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়াচ্ছে।এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ চান।

লালমনিরহাট ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স টীমের সদস্য সচিব এএসএম মাসুম উদ দৌলা জানান,আমরা ডিমের আড়ত ও খাবারগুলোতে অভিযান চালাচ্ছি। এবং সীমিত লাভে বিক্রয়ের পরামর্শ দিচ্ছি।

মন্তব্য ( ০)





  • company_logo