• সমগ্র বাংলা

খেলা দেখে বাড়ি ফিরার পথে পিকআপ ভ্যান থেকে পড়ে স্কুল শিক্ষার্থী নিহত 

  • সমগ্র বাংলা
  • ০৮ অক্টোবর, ২০২৪ ১০:৫০:৪৬

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ শিক্ষাপ্রতিষ্ঠানের  গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ে খেলা চলছে উপজেলা মাঠে। 

আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী সাকিবুুল ইসলাম শামীম। সে খেলা দেখতে উপজেলা যায়। খেলা দেখে  বাড়ির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে উঠে বন্ধুদের সাথে। উপজেলা দেওড়া গ্রামের দাদা ভাই মার্কেটের মোড়ে এলে গাড়ি ঘুরানোর সময় সাকিবুল ইসলাম শামীম  ছিটকে পড়ে চাকার নিচে পড়ে যায়। সাথে সাথে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করে।

নিহত সাকিবুল ইসলাম শামীম (১৩) বরুড়া উপজেলা আড্ডা গ্রামের আমিন বাড়ির জালাল মিয়ার ছেলে। 

 সোমবার (৭অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার দেওড়া বাজারের দাদাভাই সুপার মার্কেট এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ বলেন, আজ ৫১তম গ্রীষ্মকালীন খেলা ছিলো উপজেলা পরিষদ মাঠে। আমার স্কুল থেকেও ঐ খেলায় অংশগ্রহণ করতে কিছু ছাত্র যায়। আমি একজন শিক্ষক দিয়েছি ঐ ছাত্রদের প্রতিনিধি হিসেবে।

 সে হয়তো খেলা দেখতে গেছে। তার মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে ছুটে এসেছি।

 

 উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা বলেন, ঘটনাটি শুনেছি। আজকে আমাদের গ্রীষ্মকালীন খেলা ছিলো উপজেলায়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। শুনেছি ছেলেটা খেলা দেখতে এসেছে। নিঃসন্দেহে এটা বেদনা দায়ক ঘটনা।

মন্তব্য ( ০)





  • company_logo