• সমগ্র বাংলা
  • লিড নিউজ

শ্রীপুরে রাস্তার পাশে পড়ে ছিলো অচেনা যুবকের মরদেহ

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৬ অক্টোবর, ২০২৪ ১৮:২৪:৪২

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত নামা এক যুবকের(২৫) মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের গাজীপুর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তাৎক্ষণিক ভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোমেন জানান, সকালে স্থানীয়রা ওই সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে । স্থানীয় লোকজন এসে সনাক্ত করতে চেষ্টা করছে। তবে কেউ ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি। কখন কিভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে ওই যুবকের পরিচয় সনাক্তের কাজ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ। 

 

মন্তব্য ( ০)





  • company_logo