• শিক্ষা

ক্লাস প্রতিনিধিদের সার্টিফিকেট ও বিভাগীয় বৃত্তি দিল এলজিইউডি বিভাগ

  • শিক্ষা
  • ০৩ অক্টোবর, ২০২৪ ১৫:৪৭:০২

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে  স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের আয়োজনে ক্লাস প্রতিনিধিদের টিচার্স অ্যাসিস্ট্যান্ট সনদ ও বিভাগীয় বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ, সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি, প্রভাষক মো. মুস্তাফিজুর রহমান, প্রভাষক মাহিদুল ইসলাম মাহিম ও প্রভাষক মো. আবু সায়েমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন বলেন, এই বিভাগটি হলো 'স্ট্যান্ডিং আউট ফরম দ্যা ক্রাউড'। এই বিভাগটি নিজেদের উদ্যোগে নিজ বিভাগের শিক্ষার্থীদেরই বৃত্তি দিচ্ছে এটি খুবই ভালো বিষয়। এছাড়া সিআরদের যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বা দেশের বাহিরে যাওয়ার ক্ষেত্রে ভালো কাজে দিবে।"

আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও সিআরদের হাতে সার্টিফিকেট তুলে দেন শিক্ষকরা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো. রাকিবুল ইসলাম ও সঞ্চালনা করেন আফরোজা ইসলাম লিপি।

মন্তব্য ( ০)





  • company_logo