• শিক্ষা

পবিপ্রবি হতেই ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন

  • শিক্ষা
  • ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫৭:৫৮

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পবিপ্রবি)   শিক্ষকদের মধ্য থেকেই ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কৃষি অনুষদের সামনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উক্ত মানববন্ধন করেন।  এ সময় শিক্ষক ও কর্মকর্তারা “সংস্কারের মাধ্যমে দুর্নীতি রুখব,  আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো” এই স্লোগানকে সামনে রেখে তাদের নিজস্ব শিক্ষকদের মধ্যে থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবি জানান। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবুল বাঁশার খান বলেন, “আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছেন তাদেরকে ভাইস চ্যান্সেলর, ট্রেজারার হিসেবে নিয়োগ চাই। অন্যথায় বাহির থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বুঝতে বুঝতে এক বছর চলে যায়।  বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা খর্ব হয়। আমরা চাই না বাইরে থেকে কেউ এ বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে আসুক, আমরা বিশ্ববিদ্যালয়ের কেউ এটা মেনে নেব না।“ 

বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড  এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন  অধ্যাপক আবদুল লতিফ বলেন, 

“অতীতে বাহির থেকে যে ভাইস-চ্যান্সেলর এসেছিলেন তাদের পারফরম্যান্স ভালো ছিল না,  উল্টা আমাদের একাডেমিক যে কার্যক্রম সেটা ভেঙ্গে তছনছ করে দিয়েছেন।“ 

তিনি আরো দাবি করেন, “আমরা  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে আছি, কোনো অংশে পিছিয়ে নাই। আমাদের নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব নাই। তাই আমাদের নিজেদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হলে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব।“

মন্তব্য ( ০)





  • company_logo