• সমগ্র বাংলা

ধামরাইয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা
  • ২১ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১০:০৯

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ধামরাই থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে থানা চত্বরে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আসন্ন শারদীয় দূর্গোৎসব পালনকে কেন্দ্র করে উপজেলা পুজা উদযাপন পরিষদ, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপজেলার প্রায় ১৮০ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে আইন শৃংখলা বিষয়ক এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার চার শতাধিক পূজা উৎযাপন কমিটির নের্তৃবৃন্দ অংশগ্রহন করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহিনুর কবির। 

অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহিনুর কবির বলেন, ধামরাই উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা। বিগত বছরে যেভাবে পূজা উৎযাপন হতো এবারও সেই ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা উৎযাপন হবে। শুধু নামাজের সময় একটু সময়ের জন্য ঢাক ঢোল বাজানো বন্ধ রাখবেন। কেউ যেন কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মন্দিরের পাশে মসজিদ থাকলে নামাজের সময় ডাক ঢোল বাজানো কিছু সময়ের জন্য বন্ধ রাখবেন। এটা আপনার নৈতিক দ্বায়িত্ব। পূজা চালিয়ে যাবেন। এর বেশি কিছুই না। সিসি ক্যামেরা লাগাতে পারেন নিরাপত্তার জন্য। দুষ্কৃতকারী হিন্দু হোক বা মুসলমান আমাকে প্রয়োজনে গোপনে জানাবেন আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পূজা উৎযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবতী, ঢাকা জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, পূজা উৎযাপন কমিটির আহবায়ক রঞ্জিত পাল, কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন মাসুম, এসডিআই জোনাল ম্যানেজার (ধামরাই) অভিজিৎ কুমার দেবনাথসহ প্রমূখ।

মন্তব্য ( ০)





  • company_logo